ভেজা পাতায় লেগে থাকে শীত
ধূসর মাঠের কচি গাছ
সিক্ততার মাটি গন্ধে
নষ্ট হচ্ছে সুখ কবিতার মতোই।

ডিম ভাতের বৃষ্টি দুপুর
ভেজা চুল
একটা গজলের শব্দটিউব
এখন বিচ্ছিন্ন দ্বীপের মতোই।

পুকুরের কিনারে বসে আছে পাগলি।
একবার ওকে কেউ বলছে না
ঠান্ডা লেগে যাবে।
ঠান্ডা হয়ে আসছে।

ভেজা পাতায় হৈমন্তি ধানের কান্না
আর একটা ব্যঙ এসে বসে।

কবিতা পাঠের আগেই পাশবালিশে মুখ লুকাই।
নষ্ট ফসলের মতোই নষ্ট জীবন
আর এক টুকরো কষ্টতে
সুখী।
আমি চেঁচিয়ে বলি
কষ্টেই সুখী।