সব শেষে নামটুকু রয়ে যায়,
বাকী সব ভেসেছে ছাই জলে,
আজও এপিটাফ, কবর ছুঁয়ে
পোড়া কাঁঠের সাথে কথা বলে।

আসল ধর্ম মানবতা, পানি জল নয়
দ্বেষ হিংসা করে নেতাদের লাভ হয়।

এর পরেও সুন্দর সুন্দর করে কী পাই শেষে
একটাই জীবন, যাব কেবল মানুষ ভালোবেসে।