আশ্রয় পেয়েছিল কুকুরটা।
আলাদা করে কিছু ভাবেনি।
আশ্রয়।
থাকতে থাকতে একদিন
চোর আসলে
বাঁচালো প্রভুকে।

প্রভু কিন্তু এরপর কুকুরটিকে
কুকুর নয়,
নিজের সন্তান মনে করত।

প্রশ্ন একটা, মানুষ প্রতিদান না পেলে
কেন বোঝে না,
তাকেও কেউ ভালোবাসে!