দুপুরের এই সময়টা
পুকুর ঘাটে বসি।
জল আর পাড়ের মাঝে
ছায়া এসে দাঁড়ায়।
জীবনের সাদা, জীবনের কালো।
কালো কষ্টরা আঘাত করে
সাদা হাসিরা জীবনবোধে আবধ্য।

দুপুরের এই সময়টা
জেগে ওঠে মাপকাঠির বিচারে।

এখন আর কেউ আসে না,
চোখে হাত দিয়ে বলে না
বল তো আমি কে!
কী করছিস এখানে!

এখন কেউ আর কিছুই বলে না,
কেউ আর বলতেও আসবে না,
একটু পরে ফিরে যাব
দুপুরকাজে।

দুপুরের পুকুর পাড়
একা একাই বিকেল
তারপর রাত ছুঁয়ে যাবে।
মাছেরা কেবল খেলা করবে
বুকের ভিতর চুমুজলদের নিয়ে
ভালোবাসার হিসেবনিকেশে।