কাল সারাদিন
অপেক্ষায় ছিলাম, কথা বলবে,
তুমি কথা বলবে,
সময় পেরিয়ে গেল।
আমার সাথে কাল একবারও
কথা বললে না,
ভালোই হলো, ভালো হওয়াটাই
সামগ্রিকভাবে সত্য।
সত্যকে মেনে নিয়েছি অনেকদিন
তবু তো তা মিথ্যা
এটুকু ভাবতে ইচ্ছা করে
এখনও কাঁদতে ইচ্ছা করে।
আমি তোমাকে ভালোবেসেছিলাম
ভালোবেসে যাচ্ছি
ভালো বেসেই যাবো।