উৎসবকে কেন্দ্র করে অর্থনীতি
চক্রাকারে ঘুরছে ভারতবর্ষে।
ক্ষমতা লড়াইয়ের রাজনীতিকে
নাম দিয়েছে গণতন্ত্র।
আমিও হেঁটে চলেছি, ঘামে ভিজে
আকাশের চিলের দিকে তাকিয়ে।
জেগে উঠছে নতুন কুয়াশা চাঁদ,
দিনের প্রখর রৌদ্রে সে সব দেখতে পাচ্ছি।
ভোট গ্রহণ কেন্দ্রে আমি পৌঁছতে পারলাম না,
তার আগেই ভেসে উঠছে বাবার মুখ
বাবার সাথে অনেককাল কথা বলা হয়নি,
এখন আর জ্যোতি বসুরা নেই,
সে সব খবর দিতে হবে তো উৎসব ঘিরে...