উপহারের দিন এগিয়ে আসে
জন্ম নেয় নতুন দিন
ভালোবাসার আরোগ্য নিকেতন।

উপহারের দিন, স্মৃতি বিস্মৃতির মাঝে
জন্ম নেয় নতুন ঠিকানা।

আরোগ্য হাসিতে ভেসে যায়
কেক, ছবি তোলার সন্ধ্যা।

জেগে ওঠে জাহাজ চিহ্ন
ভালোবাসার মরুভূমিতে।