রাত নামলে মন উচ্চবিত্ত হয়ে ওঠে
মধ্যবিত্ত জীবন জেগে থাকে
অতীন্দ্রিয়ের লক্ষ্যে।

আজ্ঞা, জাগা চাঁদের চেয়ে
ফ্লাডলাইটের হাসি
এসি চালনার থেকেও বেশি।

উচ্চবিত্ত চুমু বলতেই চায় না কালকের কথা,
সুপ্রভাত বলে কোন ধর্মের জন্ম হবে
অসহায় পৃথিবীতে।

জেগে উঠছে জুঁইফুল, মানববিত্ত মনে।