অশান্তি ধীরে ধীরে
জেগে উঠেছে পাহাড় প্রমাণ উচ্চতায়
যুদ্ধ নয় রক্তাক্ত কিছু ভাবনা
অমৃতের মতো স্থিতধি
বুক চিরে এগিয়ে ওঠে নিদারুণ।

অসম্ভব এক দিকদর্শন
লেগে থাকে শুভেচ্ছাহীন
সূর্য অস্তে।

সূর্য জেগে ওঠে
মনের ভিতর উদিত চাঁদে।