কবজের মতো একদিন
হিসেব করেই
হারিয়ে যাব।

আমায় সামলে রেখো
ছবিতে।

এক টুকরো ক্ষণিক ভাবনায়।