পাখির দল টুকিটাকি খেয়ে চলে গ্যাছে।
এখন বারান্দা শূন্য।
তবু চড়াই, দোয়েল, ঘুঘু, শালিখ
মাঝেমধ্যে তুলে নিয়ে যায় স্মৃতি।

স্মৃতিগুলোকে আজ রোদ্দুরে দিয়েছি,
কাল রাতে বৃষ্টি নেমেছিল,
হঠাৎ বৃষ্টি।

চোখের জল তো মরশুম বোঝে না।