ধূসর আকাশেও নেটওয়ার্ক আছে,
শুধু তেরো বছরের ভালোবাসা
স্বপ্নের কুহেলিকা উড়েই চলেছে।
আত্মা দেহ ছেড়ে বহুদূর
নিশ্চিন্ত, এত পড়াশুনো, ডাক্তার ডিগ্রি
সবই পুড়েছে আর জি করের সেমিনার হলে।

এখন আমি ক্লান্তিহীন
নতুনের খোঁজ,
বায়বীয়।

তোমরা ওখানে কী করছ!
এখন রাত এগারোটা!
এখন প্রতিবাদ!

আমার ছবির সামনে আমি নিজে,
সবই দেখছি,
অনুভূতিহীন।

কী হবে এসব করে
এই মায়ার বন্ধনেই মানুষ,

এখন তোমরা ফিরে যাও
যাপন করো নিজ ক্ষেত্র,

জেনো মানুষ পৃথিবীতে সুরক্ষিত নয়
কোন প্রাণী সুরক্ষিত নয়
এই যে একটা গাছ ঝড়ে মরে গেলো
কেউ কী প্রতিবাদ করল
কেন ওর মাটি এতটা সরিয়েছিল মানুষ,
কেন গঙ্গা ভাঙন, বন্যা
কেন পাহাড়ে পাগল মেঘ
কেন ভূমিকম্প।

আসলে পৃথিবী মানুষেরই ছিল না,
জোর করে বাস করছি
বাসযোগ্য করার চেষ্টা করছি

মানুষের অন্য গ্রহ রয়েছে
সেখানে উড়ে চলেছি

স্বাধীনতা একেই বলে
স্বাধীনতা এমনই হওয়া উচিত
বিশ্বজুড়ে।