মন থেকেই ডেকেছিলে।
পাটালি গুড়ের গন্ধ মাখা ঠোঁটে
নিমন্ত্রণ জানিয়েছিলে, আগামীর।
আলো সন্ধ্যার আনন্দে
জেগে থাকা মাছের মতোই
কোলাহলপ্রিয় রোদ্দুর বৃষ্টিতে
ডেকেছিলে।
যাবো, যাবো, যাবো
করেও তো যাওয়া হলো না।
ভেবেছিলাম একবার পায়েসান্ন
পীঠে ঘ্রাণে পূর্ণ করব উৎসবশীত।
শীত জড়িয়ে ধরেছে
প্রচন্ড অনুভূতি।
শীতল শান্ত মোহময়
চাঁদের কলঙ্কের মতোই
নীরব নিস্তেজ চাঁদপাহাড়।