যে ছেলেটি বলত, দাঁড়ান একটা ছবি তুলি
আজ তোমরা তাকেই হত্যা করেছ।
ধর্মের নামে হত্যালীলা
এ বহুযুগের, বহুকালের ইতিহাস।
তোমরা মানুষ নও
তাই পুনরাবৃত্তী ঘটাও।
এটুকুই পারবে,
অশিক্ষিত জাতি হয়ে
নাম লেখাও।
বাংলা ভাষা, জাতি হিসেবে আরও কলঙ্ক ছড়িয়ে যাও
জীবন এটুকুই,
ধর্মহীন ধর্ম শিরদাঁড়া তৈরি করে না।