নতুন দিনে জেগে ওঠে, নতুন দিনের আলো
তোমার সাথে হাসি খেলায় লাগছে বড় ভালো।
নতুন দিন আসুক, নতুন মনের দিনে
স্বর্ণদীপ নেবে ভালো মন্দ চিনে...
মানুষ হওয়ার মন্ত্র অঙ্কুরিত মন প্রাণ
স্বর্ণদীপ গাইবে নতুন দিনের গান।
জাগরুক এক উপন্যাস হোক লেখা রোজ
সময় নেবে এবার সোনার খনির খোঁজ।