ঐ দূরে বেনামী রঙিন পাখি দেখে
স্বর্ণদীপ আজ আহ্লাদে আনন্দিত হয়ে উঠল।

সাদা কালো জীবনের মাঝে
রং জেগে উঠলে যে আনন্দ চকচক্ করে
সেই ক্ষণিক আবহাওয়া
শ্রাবণের বৃষ্টিস্নাত সুখআদর
ছড়িয়ে যাচ্ছে ভাষাসুখ জুড়ে।

বৃষ্টিজলে হাসছে স্বর্ণদীপ,
ঐশ্বর্য্যময় এক দৃপ্ত চোখ।

যে অসময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি
সে সময় পেরিয়ে জন্ম নিচ্ছে
সুখানন্দ, জন্ম নিচ্ছে ভালোবাসা
জন্ম নিচ্ছে আগামীর স্বচ্ছ আত্মপ্রত্যয়।