সুর গাছে পাখি হয়ে বসেছিলাম,
সন্ধ্যা নামতে তখন দেরি নেই,
এক ঝড় উঠল,
ভীষণ ভয়ঙ্কর।
পাখি প্রাণ যায় যায়,
তবু মনে গান ছিল।
সুর গাছ কেবলই হাসল
ভয় না করে গান গাইতে বলল,
গানে সুর যেন নিজেই
একে একে বসে গেল শব্দের আগে পিছে।
ঝড় থামল।
অনেক রাত এখন, জ্যোৎস্না কম
তবু জেগে রয়েছে স্বপ্ন
পূর্ণ চাঁদের আবহে
সুর গাছে পাখি শান্তিস্নাত।
গান এখন স্বপ্ন নয়, ইতিহাস...