কিছুটা কেরোসিন দিয়ে পরিষ্কার করেছি,
ময়লা তেল চিটে চিমনির জাল।
এরপর সুচারু হাতে আবার রান্না করব।
সকলে এসে দাঁড়াবে, দেখবে
সুন্দর পরিষ্কার রান্নাঘর দেখে
সুবাক্য ছড়িয়ে দেবে আমার শাড়ির আঁচলে।

বাইরের লোকজন এলে শাড়ি পরি।
ভিক্টোরিয়ার মতো হয়ে ওঠে সন্ধ্যা।
জেগে ওঠে নতুন সুখফুল।

শরত বা বর্ষা পেরিয়ে শীতকালে পৌঁছানোর আগে
এইরকম করেই পরিষ্কার করতে হয়,
কিছু সুখফুল জন্ম নেবে বলে
একটু খাটনিঘাম না হয়
উড়িয়ে দিলাম নীলাকাশে, জ্যোৎস্নাপাখির মতো...