কিছু ভাবনারা গ্রাস করে।
ভাবনারাই গ্রাস করে।
এরপর জেগে থাকা, ঘুমের ভিতর
একই কল্পকাহিনিরা কবিতা হয়,
কবিতা এসে ভাত ডাল তরকারি করে।
কষ্ট হয় এই বয়সে।
এরপরও হাসতে থাকি,
হাসার জন্য খুঁজে নিতে হয়
জমি গাছ, মেঘ মাঠ, আকাশ দুপুর।
রাতে তারা আর পাহাড় গন্ধ
আমাকে মাতাল করে।
এই বয়সে আর নতুন করে সিগারেট বিড়ি নয়
মাতাল হয়ে যাই কবিতায়।
একটা জীবন কবি, অনেক জীবন কবিতার।