সকাল উঠে দেখলাম এখনও আছি।
এভাবেই কবিতার নদী তীরে
বেঁচে আছি।
বছর দিন কাল মাস
কুম্ভমেলার বার্ষিকী
কেটে যাচ্ছে হরিদ্বার প্রয়াগরাজ জুড়ে।

ভাতের চিন্তা, রুটির গন্ধ
তরকারির তেল
মশলা ভরা সন্ধ্যারাত
মাতাল ছন্দের ওয়েবসিরিজে
বেঁচে আছি।

কচ্ছপের মতো নয়,
স্ত্রী সিংহীর তত্ত্বাধানে
বেঁচেই আছি।