নাগরিক মোমবাতি,
জেগে ওঠে রাতে সকালে।
একত্রিত হয়, কিছু প্রাণ।
তারপর

সব ভেসে চলে যায়
সব ভেসে যায়
একত্রিত জীবন
এমন করেই
প্রতিবাদ করে।

প্রতিবাদী মুখ হয়ে ওঠে কিছু প্রাণ।

তারপর
অজানা,
যে মারা গেছে, সে তো দেখতে পাচ্ছে না
চোখ কোথায়...
মুখ কোথায়।