লুকিয়ে রাখা কষ্ট খাতা
ছড়িয়ে দিলাম যেই,
বুকের ভিতর কষ্ট মাথা
উড়ছে তা থৈ থৈ।
খেয়েছে পাগল জবরদখল
ডুলুং নদীর গেলিস,
যা উড়ে যা পাখিরা সব
শিমুলে আনন্দ মেলিস।
আস্থাহীন এই সংসারেতে
তুই তো নরম বাসা,
পাহাড় বরফ যেমনই হোক
আ মরি বাংলা ভাষা।
ফিরতে আমাদের হবেই চুমু ঠোঁটের কোলে
সুপ্রভাত যখনই উঠুক মনে, ঠাকুর মুখ তোলে।