দীর্ঘ ভাবনার সূত্ররা
নেমে চলেছে নীচের দিকে।
কতটা নীচে নামলে
সূর্যকে দেখা যায়!

আমার চোখে এখন আলোক শোভা
চাঁদের উচ্চতা লেগে।

সূর্য অনেক নীচে নয়
আমার ভাবনারা উচ্চতায়
স্পর্শ করেছে, ভালোবাসায়।