ঘুমের ভিতর কবিতা ছবিরা
জেগে ওঠে জাগ্রত স্বপ্নে।
আরোগ্য লেগে থাকে
বিখ্যাত মানুষের বুদ্ধিজীবীত্বে।
আরও জ্যান্ত হই, নেচে উঠি
ভালোবাসার এযুগ সেযুগ পেরিয়ে।
সময়বাহনে চলেছি অদৃষ্ট কবিতায়
নিন্দুকের আবর্জনায় ছন্দ বাঁচে
কচ্ছপ ভারত গরীব হলেও মেধাবী
বাঁচবে অনেকদিন, রাজনীতির চৌম্বকে।