এই ভোরে ধূপ আর ফুলের গন্ধ
গ্রাস করে নিচ্ছে ভালোলাগাকে।
ফুল ধূপের সাথে
কয়েক পশলা আর্তকান্না,
জানান দিচ্ছে
শীতঘুম থেকে চিরনিদ্রা।
ভালোলাগাটা মৃতদেহের ছবিতে বদলালো।
বিছানায় এসে শুলাম,
ঘুম আসছে না।
মনে হচ্ছে নদী থেকে সমুদ্রে এসে গেছি।
একটা মৃত্যু, অনেক মৃত্যু এমনই।