কিছুটা সময় লাগে,
দিগন্ত জুড়ে কুয়াশা,
তার মাঝেও সময় লাগে।

একদিন দূষিত বাষ্প
মরে গিয়ে
জন্মাবে স্নিগ্ধ পৃথিবী।

আবার আলাপ হবে।

এই ভোরে সন্ধ্যার ফুল যেমন
আলাপ সেড়ে নিচ্ছে
আমার সাথে, স্বাচ্ছন্দ্যে।