ওষুধের গন্ধে জীবন জেগে উঠলে
ফিরে তাকাই জ্যোতির্ময় আলোর দিকে।
আমরা জেগে উঠি মানুষের মতো
সবুজ কাপড়, ছুরি কাঁচির ভিতর।
চিকিৎসার গন্ধ আমার চুল বেয়ে
নেমে আসে বেঁচে থাকার ভয়ে।
আর কয়েকটা দিন
এমন করেই অপেক্ষা করতে হবে,
অপেক্ষা। দীর্ঘ অপেক্ষা - মুক্তির।