সময় কমলেও ইচ্ছারা দীর্ঘ।
এটুকু কথা
বিচার করা অজানা।
তবু কমে যায় কালো মেঘ
নেমে আসে সান্তনা।

ভয়হীন এক সকাল
বলে যায়
বিপদ কেটে গেলে
শান্তি নামবে
এই যমুনার গঙ্গায়।