কথা হয়ে গেছে, কথা হয়েই গেছে,
এবার জেগে ওঠার সময়
এবার স্রোতের বিপরীতে
বৃষ্টি ভিজে প্রতিবাদের সময়।

বলতেই হবে
রাণী হওয়ার যোগ্যতাই নেই।
তবু সময় দিলাম।
হ্যাঁ, আমরাই সময় দিয়েছিলাম।

লুটে নিতে জানো বুদ্ধি করে,
তাই করেছ।
আমরা জনসাধারণ,
গর্জন এখনও শোনো নিই।

এক হাজার টাকা মাসে দিলে
যাই হোক,
মায়ের হৃদয় কেড়ে নেওয়া যায় না।