সম্ভাবনা যুক্ত হয়ে চলেছে প্রত্যহ।
অসম্ভব কিছু একটা ঘটবেই।
দূর আকাশ, চাঁদের জন্ম আয়ু নিয়ে
বসে আছি, অনন্তকাল ধরে
ঔরস গন্ধের মিল খুঁজে পাবো বলে।
দুর্ভিক্ষের দেশে আর যা হোক
পাঠক জন্মায় না রোজ রোজ।
খুঁজে নিতে হয়
নিজের মতো করে পাঠককূল।
আমরা ভালোবাসা চাই,
কলমের গন্ধরাসা,
বাকীটা অপেক্ষার সম্ভাবনা,
সম্ভাবনার অপেক্ষা।