ধীরে ধীরে নেমে আসছে মৃত্যু
এসব তো স্বপ্নের মতোই লাগে,
চাঁদে যে ক্যামেরাগুলো গ্যাছে
এসব দেখে চুরির মন কী জাগে!
সফ্ট ল্যান্ডিং যেমন করেই হোক
আসলে এতো চাঁদকেই চুমু,
মনের মধ্যে ধরিত্রীর চাক্ দে
পার্টিতে মেতেছে সোমনাথ ঝুনু।
আসলে ক্ষমতা চাইছে রাষ্ট্রশক্তি
রাজনীতি কেবলই কূটনীতি আজ,
ভোটের সাথে কোটি কোটি চাই
এসবের জন্যই নতুন রকম সাজ।
এ বছর আর পাকিস্তানের সাথে নয়
যুদ্ধ হবে ইন্ডিয়ার সাথে গেরুয়া,
কাব্য নয় মজাই করছি আজ
এসব নাকি লাল জোনের এরিয়া।
চাঁদের খনিজ আনবে সফলতা এবার
কলোনি হবে চাঁদের জমিতে মেপে,
ভাওতাবাজির জমি বিক্রির চাঁদে
বড়লোকরাই মুরগি হয়ে সে সব নেবে।
শ্রীজাত আবার বানাবে সিনেমা,
মজার মজার নতুনরকম সব চিত্রপট,
হারমোনিয়ামের মতোই খুলেছি কাজ
আমার সামনে রুটিরোজগারী ল্যাপটপ।