এড়িয়ে যাচ্ছে মুহূর্ত
চুপ কথার কান্না
লেগেছে রহস্য দিনে,
নিয়েছি মানিয়ে গুছিয়ে
চাঁদ বোতলে।

চিৎকার জীবন,
মদ্য শহর

বৃদ্ধাবাসের জীবন
একবার তাকিয়ে দেখি
সুপ্রভাত এসেছে
সূর্য পুত্র হয়ে।