ট্রেন প্ল্যাটফর্মেই থেমেছে।
আমিও নেমেছি ভিড় ঠেলে...
বন্ধু হাসির সে সব দিন
হারিয়েছে ডানকুনির রেলে...
ফিরে আসি তাও
কথা হয় মাঝেসাঝে,
সকলের পথ বেঁকেছে
সকলে গ্যাছে নিজ কাজে।
বন্ধুবেলার সে সব হাসি
লেগে থাক, স্মৃতিছবি হয়ে,
জীবন এমনই, আদর আধো
নদী যেমনই হোক, যাবে বয়ে,
বন্ধু থেকে যায় চোখ নৌকোতে
ট্রেন আসবে আবার পরে,
স্টেশন যেমনই হোক, নতুন পুরোনো
ছবি রয়ে যাবে এ সংসারে।