স্বীকৃতি সকলেই চায়, ভালোবাসার
তিস্তা আজও নারী, কুয়াশার।
প্রচ্ছদ অক্ষরবিন্যাস ও বই
একশো সংখ্যা মাত্র,
প্রকৃতির কাছে আমরা
কেবল ক্ষুদ্র ছাত্র।
অলৌকিক কিছু নেই
জীবন তো মাছে ভাতে দুধে,
পিৎজা কেমন করে বানায়
বুঝে নেবই আসলসুদে।
পানিহাটি যাব আবার, শীতের মাঝে
বৃষ্টি প্লাবনের গঙ্গা পেরিয়ে জীবন আছে।
রয়ে যাক স্মৃতি স্বীকৃতি, ঋতুযানের স্মারকখানি
জীবনই শিখিয়েছে রোজ, জীবন কতটা দামী।