মাইলফলক পেরিয়ে এসেছি
এসেছি ফেলে স্মৃতিবাগান
চায়ের স্বাদ যেমনই হোক
দার্জিলিং মেলে সব জওয়ান।
এখন আমি শাহরুখ খান
তুমি কাজল হতেই পারো,
ঐশ্বর্য যেখানেই যাক
এবার এ হাতটা ধরো।
কী বা ওতো ভেবে,
বয়স না হয় তিন কুড়ি,
ভালোবাসার মরসুমে
জীবন আসলে সুরসুরি।
শরৎ সকালে মনটা রাজা
কাশ ফুল আর আদির টান
তোমার চুমু পেলে পরে
মনটা করবেই আনচান।
তার উপর পরিবার এক
জাগছে আবার নতুন করে,
জীবন যেমনই হোক না কেন
মা আসছে এই শু সংসারে।