জেগে ওঠা জীবনে
ভেসে চলে সুন্দর প্লাবন,
এই শীত শহর শিখেছে
বালিশে রাত সোহাগ শ্রাবণ।
এখন কেন গুছিয়ে নিচ্ছি
যেটুকু চাইছি আমি রোজ,
জীবনই নিতে পারে কেবল
জীবনের অনন্ততম খোঁজ।
স্বপ্ন দেখানো স্বপ্ন,
নদী মায়ার সুরে,
এক জীবন নদী
স্রোতেই আসব ঘুরে।