স্বপ্ন নেমে আসে শীতঘুমে
জেগে ওঠে বিশ্রাম স্থায়ী,
আমরা দুজন কবিতাভোজী
ভালোবাসাতেই ভেসে যাই।
তীক্ষ্ণ নজর রয়েছে জেগে
আমাদের এখন ঘুমঘুম ভাব,
যারা সহ্য করতে পারে না
তাদের কী হয়েছে দেখা স্বভাব।
এখন শীতঘুমে সাজিয়ে নেব
যতটুকু সাজিয়ে নেওয়া যায়,
জীবন তো এমনই তরঙ্গময়
জীবন নতুন করে ভাবনা শেখায়।