এই শীতে আমরা ফাংশনে যাই,
এখন উৎসবের দিন।
আমরা বনভোজন ভুলে,
জলসা ভুলে,
অণুপ্রেরণায় মেতে উঠি।
আমরা মেতেই উঠি রোজ।
এটাই জীবন।
শীতে আমরা কার্নিভাল করি।
আমরা পিঠে পুলি
কীভাবে বানাতে হয়
জানি না।
শুয়ে থাকি ব্ল্যাংকেটে। কম্বল শব্দটাও
হারিয়ে যাবে এভাবে
এই ইংরেজির চক্রে। বিপণনের দুনিয়ায়।