কুয়াশামন, কাপে কফির গন্ধ
বৃষ্টি কাচে এলোমেলোরা বন্ধ।
তোমার আঁচলে রান্নাঘর লেগে
ভেজা পাখি বাসায় আলেয়া জেগে।
রঙিন পানীয়ের মাঝে মিষ্টি সুদিন
বৃষ্টিকালের আরাম, বড্ডরকম প্রাচীন।
কাজের মাঝে স্পর্শরা জেগে আছে
ইলিশ চিংড়ি কোনটা প্রিয় মন কাছে!
স্ফুরণ ঘটে যায় চোখে, দিন জ্যোৎস্না
বৃষ্টি মাছ জানে, আরামের আসল চেতনা।
কাছে আসতেই হবে, কল্পনা বা চোখে
দুষ্টুমিটাই করব, যে যাই বলুক লোকে।