বাস এখন ফাঁকা,
কবিতার মতো রক্ত পলাশ
নীল অপরাজিতা
অপেক্ষা করছে।

একটু আলো রোদ
ঘাম জল মিশছে কবিতায়।

এখন নামতে ইচ্ছা করছে না,
ভিড় হোক,অসময়ে ঝগড়া লাগুক
জ্যাম লাগুক
তারপর নামব শ্মশান মোড়ে।