আকাশ কাঁদছে, নেই কোন শারদমুখ
মা আসছেন কষ্টে, বড়ই যে অসুখ।
বনেদিয়ানার আতিশয্য পেরিয়ে
বিজ্ঞাপনের ব্যবসা,
এই টাকার খেলায় আসল মা
মুখটি আজ ঝাপসা।
টাকার খেলা, অনেক আলো, রাস্তা ভরা লোক
গরীবের যে কত কষ্ট উৎসবেতেও তো শোক।
অভিনন্দন আসছে ফিরে
মেলা জুড়ে দেখা হওয়ার ছবি,
এসবের মাঝেও একাকীত্ব
অন্ধকারেই থেকে যায় যে কবি।