কালো করেছে, বৃষ্টি আসছে।
রেন কোট নিও সাথে,
আর একটা লাল গোলাপ
ধূসর শহরে চানা মশলায়।

কালো করেছে চারিদিকে
তার মাঝেই চাঁদ লুকিয়ে নিয়নে
খুঁজে নিও।

আর একটা ধর্ষণের কালি মাখিও না
এই শাড়ি শরীরের কলকাতায়...