স্মৃতিরা থেকে যায়,
আমরা তো নিমিত্তমাত্র।
ধূসর হয়েছে বিকেল
স্মৃতিরা আজও জেগে,
বড্ডরকম জেগে আছে
নানা হাসিঠাট্টার মাঝেই জেগে।
জেগে আছে, জীবনপাহাড়ে।
ফিরে এসো, নতুন জন্মে, নতুন ভাবনায়
ফিরে এসো।
স্মৃতিতে কে চায় প্রিয়জনকে ধরে রাখতে
এই শরতের বিকেলে।