স্মৃতিরা ভীড় করে বুক পকেটের কাছে
ভালোবাসা আজও এভাবেই বেঁচে আছে।
সূর্য ডুবলে তবেই চাঁদের খোঁজ চারিদিকে
কত চোখ মনে রাখে অতীত অম্ল সরণীতে।
নাবিক হয়েছে মন, জাহাজ বিরল কলকাতা পথ
ভালোবেসে যাব আজীবন, এটুকুই তো শপথ।
খারাপ স্বপ্নরা শীতঘুমে, নতুন দিনের হাসি
জ্যোৎস্না জোনাকীর মাঝে, আলো প্রত্যাশি।
চিত্র যেমনই হোক, ভেসে চলে ভাটিয়ালী চোখ
এলোচুলের হাসিতে এ পৃথিবী তোমারই হোক।