গুনে গুণে ছিলাম, আকাশ জাগরণে।
ভালোবাসার বনে।

দূরে থেকেও ঠোঁটের কাছে
জীবন লাল সবুজে বাঁচে।

নির্জন দিন জানে না কিচ্ছু আর
তুমি সব, তুমি কাস্তে খুন্তির সংসার।