তোমায় স্পর্শ করতে করতে
গভীর রাত নেমে আসে।
একটা ছবির মতো সময়,
জ্যোৎস্নহীন রাত।
তবু স্পর্শ করতে পারি
স্মৃতিগুচ্ছের গভীর ছায়া।
পুকুরের ছায়াতে এখনও হাঁসের দল
খেলা করে এসে বিশ্রাম নেয়।
তোমায় স্পর্শ করে
আমি জেগে থাকি,
বাস্তবতার সংসারে,
এক পাখির মতো,
তুমি মাছ হয়ে উঠছো
আমার সমুদ্রহৃদয়ে।