জ্যোৎস্না রাতে সূর্য আনতে পারব না,
তোমার এই লেখা,
মনের প্রেমকে কেন বদলাবো!
কেন পাল্টাবো তোমার সাদা চুল
নরম তামাক চুমু
অমৃতের মতো কুয়াশা ঘ্রাণ!
প্যাঁচার ডাক, শেয়ালের কান্না
সব কেমন বদলে যাচ্ছে
এই পুরাতন বছরের রাতে।

এখন নতুন ভোর আসবে
নতুনত্ব।
সম্মতির আশায় বসে না থেকেই
গরম চায়ের মতো চুমুক দেব
এ রাতের স্নিগ্ধ চন্দ্রিমায়।