একইরকম কথার ভিড়,
গ্রাস করেছে মাতৃত্বহীন ভারতবর্ষকে।
নাম নয় কাজের ভিতর বাঁচার লড়াই,
বেঁচে থাকার ভাবনারা
ফলগু নদীর মতো মরে যাচ্ছে অভিশাপে।
আরও লোভের অভিশাপ
কঠিন পৃথিবীর আলোবাতাসকে গ্রাস করেছে।
গ্রাস করেছে নিজের মতো করে,
এর পরও ঈশ্বরের অপেক্ষায়
চাঁদের রাতে, সূর্যের দিকে তাকিয়ে রয়েছি।
এ অপেক্ষা অন্তর্যামীর।
এ সময় মুক্তির জ্যোৎস্না
একমাত্র সেই দেখাতে পারে,
ধর্মের জাতাকল পেরিয়ে
মানুষ মুক্তির রাজনীতিহীন রাজনৈতিক সমীকরণে।