বিদ্রোহ, বন্ধ সমস্ত পথ পেরিয়ে
উপলব্ধি করছি
প্রতিবাদ এমন ভাবে সমাধানপথ
দিতে পারবে না।
রোজ রান্নার খুন্তি শব্দ,
একটু ভিজে চুলে মোবাইল
তীব্র রাগ প্রকাশ
এটুকুই করতে পারছি, পারব।
মানুষ এভাবে বদলাতে পারে না
শাসক গোষ্ঠীর দুর্মতিকে।
গণতন্ত্র কোন কালেই কোন দেশে
সীমারেখার ভিতর ছিল না,
কেবল মানুষকে ভুল বুঝিয়ে
ধর্ষণ করেছে আমাদের মন
আমাদের চেতনা
আর
আমাদের আত্মবিশ্বাসকে।