আজই কথা ছিল
সাক্ষাতের পর কথা হবে।
কথা তো ছিল আজই,
সে আর হলো কই!
কথারা থেমেছে
নিজের মতো করেই,
কাল হতে পারে সাক্ষাৎ।
অপেক্ষা।
দ্রুত দেখা হলে ভালো হত,
কাল নিশ্চয়ই দেখা হবে,
দিন গোনা, চিন্তাই বটে।
এ চিন্তা কবে শেষ
কেউ জানে না
মৃত্যুর আগে
এ দিন গোনা।